বিশেষ প্রতিনিধিঃ-
গত ১৬মার্চ শুক্রবার নিজ বাসায় গন ধর্ষনের শিকার হন মার্জানা আক্তার নামের এক তরুনী।জানা গেছে, বেশ কয়েকদিন আগে শুভ্র নামের এক ছেলের সাথে মোবাইলে পরিচয় হয় মার্জানা আক্তারের ।বেশ কয়েকদিন মোবাইলে প্রেম চলে তাদের দুজনের । এক পর্যায়ে গত ১৬মার্চ শুক্রবার বিকেল ৫টায় নগরীর সিলভার কড়াই রেস্টুরেন্টে তারা দুজন দেখা করে।
এরপর সেদিন সন্ধ্যা ৭টায় হালিশহর রামপুরাস্থ কেতুরা মসজিদ সংলগ্ন মার্জানার বাসায় কেউ না থাকায় তারা দুজন মিলে বাসায় আসে। এসময় তাদের গতিবিধ লক্ষ করে পিছু নেয় এলাকার কিছু বখাটে ছেলে। দুজনেই বাসায় ঢুকার পর ওতপেতে থাকা বখাটেরাও তাদের পিছু পিছু বাসায় ঢুকে পরে । এরপর তারা প্রেমিক শুভ্রকে আটকে ধরে মার্জানাকে পাকের ঘরে নিয়ে যায়, অতপর একের পর এক পর্যায়ক্রমে তাকে ধর্ষন করে,এবং তাকে মারতে থাকে।ধর্ষন শেষে মার্জানা এবং তার প্রেমিক শুভ্রকে একসাথে বসিয়ে ধর্ষনকারীরা তাদের বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং বলে এসব কথা যেন কেউকে না বলে।
এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিম মার্জানার ভাই বাদী হয়ে গত ২২ মার্চ বৃহস্পতিবার সিএমপির হালিশর থানায় ৪জনকে আসামী করে একটি ধর্ষন মামলা করে । আসামীরা হলেন,(১)আশ্রাফুল,(২)ওসমান,(৩)হাসান ও (৪)ফাহিম।
এ বিষয়ে হালিশহর থানার ওসি(তদন্ত) জনাব, এ এস এম বদরুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার পর থানা পুলিশ মামলার আসামী ওসমানকে গ্রেপ্তার করে।এরপর বাকি আসামীদের ধরতে আভিযান চলতে থাকে। এরই ধারাবাহীকতায়, ৩ এপ্রিল মঙ্গলবার এস,আই আক্তারের বিশেষ ফোর্স ও এস,আই মাহাবুবের সহযোগীতায় অভিযান চালিয়ে মামলার আরেক আসামী আশ্রাফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি আরো দুই আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।তাদের মধ্যে আশ্রাফ প্রবাসী, বাকিরা বিভিন্ন অনৈতিক কর্মকান্ডসহ,চুরি ,ছিনতাই ,সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত বলে জানা গেছে।এ বিষয়ে তিনি আরো বলেন,আসামীরা এলাকার প্রভাবশালি নেসার এর ছত্রছায়ায় অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত এবং ১নং আসামী আশ্রাফুল নেসারের শ্যালক।নেসার স্থানীয় একটি পত্রিকার সম্পাদক বলে তিনি জানান।