ফরাসি লীগ ওয়ানে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখার ঘটনায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গত শনিবার নিমের মাঠে ৪-২ গোলের জয় পায় লীগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দলের তৃতীয় গোল করা এমবাপ্পে ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন। এমবাপ্পেকে ফাউল করেছিলেন নিমের স্বদেশী মিডফিল্ডার তেজি সাভানিয়ে। মেজাজ হারিয়ে সাভানিয়েকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এমবাপ্পে। বাজে ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড পান সাভানিয়েও। পরে তদন্ত শেষে সেই ঘটনায় এমবাপ্পেকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। তরুণ এই ফরোয়ার্ড পিএসজির পরের তিন ম্যাচে সেন্ট-এঁতিয়েন, রেঁন ও রেইমসের বিপক্ষে খেলতে পারবেন না। অন্যদিকে সাভানিয়ে আরো বড় শাস্তি পেয়েছেন। তিনি নিষিদ্ধ হয়েছেন পাঁচ ম্যাচ।
