রাজা চৌধুরীঃ জয়পুরহাট প্রতিনিধি:-
অসঙ্গতিপূর্ণ নামে মেডিকেল বোর্ড মানি না মানবো না এই শ্লোগানে উত্তাল জয়পুরহাট
অনতিবিলম্বে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা, মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, কর্মসংস্থান নিশ্চিতকরণ ও ইন্টার্নশিপের ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। গত বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জয়পুরহাট জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।
দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনেক দিন ধরেই আন্দোলন করছে মেডিকেলের শিক্ষার্থীরা, বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে এই সাদা এপ্রোনধারী শিক্ষার্থীরা।
এদিকে বাংলাদেশ এ্যালাইড হেলথ্ প্রফেশনাল শিক্ষা বোর্ড-২০১৮ (প্রস্তাবিত) নামকরণ প্রত্যাহার করে “ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড” অব বাংলাদেশ নামকরণ করার জন্য সারাদেশব্যপী আজ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেডিকেল শিক্ষার্থীরা ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন (বঙ্গবন্ধু-ডিএমএসএ) বঙ্গবন্ধু-ডিএমএসএ এর কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দগণ ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কয়েকদিন আগে সংগঠনের ছাত্র নেতারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর “ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড” নামকরণের জন্য দু’টি স্বারকলিপি দিয়েছেন।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গত ১৭ ই এপ্রিল/২০১৮ এর এক বিজ্ঞপ্তিতে আগামীকাল ২৪/৪/২০১৮ ইং তারিখে সচিবালয়ে বাংলাদেশ এ্যালাইড হেলথ্ প্রফেশনাল শিক্ষা বোর্ড-২০১৮ (প্রস্তাবিত) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সভা আহ্বান করা হয়। ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড নামকরণ না করে অন্য কোনো উদ্ভট নামে শিক্ষা বোর্ডের নামকরণ প্রস্তাবে সারাদেশের ম্যাটস্ ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে উক্ত সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দেয়া হয়। মানববন্ধন কর্মসূচিতে বঙ্গবন্ধু-ডিএমএসএ এর পক্ষ থেকে পূর্বলিখিত প্রতিশ্রুতি মোতাবেক “ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড” নামকরণ না করে, বাংলাদেশ এ্যালাইড হেলথ্ প্রফেশনাল শিক্ষা বোর্ড-২০১৮ (প্রস্তাবিত) নামকরণের সিদ্ধান্ত নেয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়।
বঙ্গবন্ধু-ডিএমএসএ এর কেন্দ্রীয় সভাপতি মুরাদ হোসেন মানববন্ধন কর্মসূচিতে উল্লেখ করেন, ‘ইতিপূর্বে ডিপ্লোমা চিকিৎসকদের জাতীয় সংগঠন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক “স্টেট মেডিকেল ফ্যাকাল্টি” নামের পরিবর্তন করে “মেডিকেল এডুকেশন বোর্ড” নামকরণ করা হবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যার স্বারক নং- স্বাপকম/ চিশিজ/ বেসমেক/ ও ডেকহা-১/ ২০০৯/৬১২ তারিখ ২৩-৭-২০০৯ ইং। তাই বাংলাদেশের হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসক ও ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের প্রাণের দাবি “ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড” নামকরণে বোর্ড গঠন করা।’
তিনি আরো বলেন, ‘ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ এ্যালাইড হেলথ্ প্রফেশনাল শিক্ষা বোর্ড-২০১৮ (প্রস্তাবিত) নামকরণ করা হলে, তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভূক্ত, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত ম্যাটস্ প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ‘ডিএমএফ’ ডিপ্লোমা ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসক পেশাজীবী এবং ম্যাটস্ ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের (ডিএমএফ) কোর্স শিরোনাম, ম্যাটস্ প্রতিষ্ঠানের নামের সাথে সাংঘর্ষিক হবে। কারণ ডিপ্লোমা চিকিৎসকতা পেশা এ্যালাইড হেলথ প্রফেশনাল (যার বাংলারূপ সহযোগী স্বাস্থ্য পেশাদার) এর মধ্যে পড়ে না। এই অসংগতিপূর্ণ বোর্ডের নাম মেনে নেয়া হবে না।’
তিনি দাবি করেন, ‘পূর্বের প্রতিশ্রুতি মোতাবেক “ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড” নামকরণ না করা হলে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের মৌলিক অধিকার রক্ষার জন্য কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেবো এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী হবেন।’
এদিকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল খন্দকার বলেন, ‘ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড’ অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা অনেক পূর্বেই দরকার ছিল। কারণ ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য এবং অন্যান্য দেশের ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে বোর্ড গঠন ছাড়া অন্য কোন উপায় নেই। ডিপ্লোমা চিকিৎসকদের সনদ বোর্ড কর্তৃক প্রদত্ত হলে উক্ত সনদে সারাবিশ্বের ডিপ্লোমা চিকিৎসক সমমানদের সাথে দেশের বাইরেও এদের কর্মসংস্থান তৈরি হবে। দেশে ও বিদেশে ডিপ্লোমা চিকিৎসকরা চিকিৎসা বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। উল্লেখ্য আমাদের দেশে হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ডিপ্লোমা চিকিৎসকদের জন্য স্বতন্ত্র বোর্ড রয়েছে। অন্যান্য ডিপ্লোমা পেশাজীবীদের জন্যও স্বতন্ত্র বোর্ড রয়েছে। তাই আমাদের প্রাণের দাবি ‘ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড’ গঠন করা।’